হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় ফেনসিডিলসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় ফেনসিডিলসহ দীপঙ্কর সাঁতরা নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটক যুবক ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মশ্যামপুর এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় উপজেলার পাঁচপীরতলা বিওপির হাবিলদার জয়নাল আবেদীন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় মামলা নথিভুক্ত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের মামলায় দীপঙ্করকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাল (বুধবার) তাকে যশোর আদালতে পাঠানো হবে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামের মেইন পিলারের ৪৭ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে ৪৭ মেইন পিলার দিয়ে বাংলাদেশের ভেতরে ধান খেতের আইল দিয়ে এক ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে আসছে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। 

এ সময় ওই যুবক দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর তার কাছে থাকা বস্তা থেকে ১০০ এমএল ওজনের ৯৯ বোতল ফেনসিডিল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ভারতীয় একটি এয়ারটেল মোবাইল সিম, ভারতীয় নির্বাচন কমিশন ও নির্বাচকের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা