হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় ফেনসিডিলসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় ফেনসিডিলসহ দীপঙ্কর সাঁতরা নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটক যুবক ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মশ্যামপুর এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় উপজেলার পাঁচপীরতলা বিওপির হাবিলদার জয়নাল আবেদীন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় মামলা নথিভুক্ত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের মামলায় দীপঙ্করকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাল (বুধবার) তাকে যশোর আদালতে পাঠানো হবে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামের মেইন পিলারের ৪৭ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে ৪৭ মেইন পিলার দিয়ে বাংলাদেশের ভেতরে ধান খেতের আইল দিয়ে এক ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে আসছে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। 

এ সময় ওই যুবক দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর তার কাছে থাকা বস্তা থেকে ১০০ এমএল ওজনের ৯৯ বোতল ফেনসিডিল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ভারতীয় একটি এয়ারটেল মোবাইল সিম, ভারতীয় নির্বাচন কমিশন ও নির্বাচকের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার