হোম > সারা দেশ > খুলনা

হরিণাকুণ্ডুতে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষক মশিয়ার রহমান হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঝিনাইদহের জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে প্রিজন ভ্যানে করে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান ২০১৪ সালের ২৬ মে সন্ধ্যায় বাড়ির পাশের বৈঠকখানায় বসে ছিলেন। এ সময় কিছু মানুষ রামদা, রড, লাঠি দিয়ে তাঁকে মারধর করে গুরুতর আহত করে। বিষয়টি টের পেয়ে ভাতিজা রাতুল এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। স্থানীয়রা টের পেয়ে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মশিয়ার রহমানের মৃত্যু হয়। ওই দিনই ৯ জনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা করা হয়।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের নভেম্বরে আটজনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেই মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার বাকি ছয় অভিযুক্তকে খালাস দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন বলেন, ‘নিহতের সঙ্গে আসামিদের পারিবারিক জমি নিয়ে বিরোধ ছিল। এ মামলায় আদালত যে রায় দিয়েছেন তা যুগান্তকারী। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার