হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু 

প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন করোনা শনাক্ত ছিলেন, আর একজনের করোনার উপসর্গ ছিল। ২৫ জুলাই রোববার সকাল ৮টা থেকে আজ ২৬ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাঁদের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় আরও ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ২৩৮ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। 

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, হাসপাতালে ২০০ বেডের অনুকূলে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছেন ২১০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৩৬ জন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত সাত দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় মোট মৃত্যু হয়েছে ৫০৭ জনের। এর বাইরেও করোনার উপসর্গ নিয়ে আরও শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে। 

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা