হোম > সারা দেশ > খুলনা

করোনা টিকা গ্রহণের পর দিন জ্বরে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরের উপজেলার বেণিপুরের করোনা টিকা দেওয়ার পর জ্বরে রেখা খাতুন (২৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। 

জানা যায়, গতকাল বুধবার সকালে করোনা টিকা গ্রহণ করেন রেখা খাতুন। রেখা খাতুন করোনা টিকা নেওয়ার পরের দিন সকালে মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় বেনীপুর গ্রামের মানুষের মধ্যে করোনা টিকা আতঙ্ক বিরাজ করছে। 

নিহতের পারিবারিক সূত্র থেকে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী রেখা খাতুন দুই সন্তানের জননী। তিনি বুধবার করোনা ভ্যাকসিন গ্রহণের পর মারাত্মকভাবে জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। এ অবস্থায় পরিবারের লোকজন রেখা খাতুনকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এই মৃত্যুর ঘটনায় সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান বলেন, 'গৃহবধূ রেখা খাতুন বুধবার করোনা ভ্যাকসিন নেয়ার পর জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। '

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, 'রেখা খাতুন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভ্যাকসিন রিঅ্যাকশন হলে, ভ্যাকসিন দেওয়ার এক ঘন্টার মধ্যে পার্শপ্রতিক্রিয়া দেখা যাবে'। 

পরিবারের সদস্যদের নিকট থেকে জানা যায, রাতে তার খুব জ্বর আসলেও কোন ওষুধ খায়নি। বৃহস্পতিবার সকালে জ্বর অবস্থায় কাজ করার সময় জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে নিয়ে আসলে রোগী বেচে নেই বলে ডাক্তার জানান।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা