হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিদ্যালয়ের চাল থেকে স্যান্ডেল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ের টিনের চাল থেকে স্যান্ডেল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হিমেল হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ী নাসির উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হিমেল ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সে স্থানীয় কামাল মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হিমেল স্কুলের গ্রিল বেয়ে টিনের চালে উঠতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। অপর সহপাঠী বিষয়টি দেখে শিক্ষককে জানায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন বলেন, ‘আমিসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ক্লাসে ছিলাম। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’ তিনি আরও বলেন, ‘বাচ্চারা খেলতে গিয়ে কেউ তার জুতা টিনের চালে ছুড়ে মারে। বিদ্যালয়ের বৈদ্যুতিক লাইন থেকে কোনোভাবে টিনে শর্টসার্কিট হয়ে এ দুর্ঘটনা ঘটে।’

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ের টিনের চালে উঠতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার