হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডিতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়া (৩২), খাজুরা জোয়ারদার পাড়ার রুহুল আমিন (৩০) এবং বড় খাজুরা গ্রামের মন্নু মিয়া (৩৭)। 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবী বজলুর রহমান। তিনি আজকে পত্রিকাকে বলেন, ‘আদালত দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।’ 
তবে আসামি পক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম জোয়ারদার জানান, তারা এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি। এ নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। 

রায়ের বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১২ আগস্ট সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ হয়ে ধর্ষণ করেন দণ্ডিতরা। এরপর রাত ১২টার দিকে স্থানীয় একটি পার্কের সামনে ওই ছাত্রীকে রেখে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ মামলা করেন। 

ওই মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আজ সেই মামলায় আদালত বাদশা মিয়া, রুহুল আমিন ও মন্নু মিয়াকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত