হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরোজগঞ্জ বাজার ও শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় পৃথকভাবে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দুই স্থানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে কোটাবিরোধী শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে তাঁরা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তাঁরা বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা সরোজগঞ্জ বাজারের ওপর অবস্থান কর্মসূচি পালনের সময় সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

একই সময় একই স্থানে সরোজগঞ্জ বাজারের ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অবস্থান কর্মসূচি ছিল। কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করেন। সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও তাঁদের মারধরের চেষ্টা চালান। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ছিল বলে লক্ষ্য করা গেছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। 

অপর দিকে, আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেন। তবে সেখানে তাঁরা ছাত্রলীগের বাধার মুখে পড়েন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে মাসুদ রানা (২১) নামের এক শিক্ষার্থী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে রয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার