হোম > সারা দেশ > যশোর

শিক্ষককে মারপিট করা ট্রেনের পরিচালক বরখাস্ত

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে শিক্ষিকা ও ছাত্রীকে মারপিট করা ট্রেনের সেই পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্রধান স্টেশন মাস্টার মাসুদ রানা।

স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, এক শিক্ষিকার লিখিত অভিযোগের ভিত্তিতে রেলওয়ে বিভাগীয় দপ্তর পাকশি আব্দুল্লাহ আল মামুন নামে ট্রেনের এক পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করেছে। এ ছাড়া ট্রেনের সব দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে। ওই দিনের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছায় স্কাউটের পুষ্পক্যাম্প অনুষ্ঠানে অংশ নিতে দুই ছাত্রীসহ এক শিক্ষিকা নওয়াপাড়া রেলওয়ে স্টেশন যান। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি দুই ছাত্রীকে নিয়ে ট্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বগিতে (গার্ডরুম) ওঠার চেষ্টা করেন। ট্রেনের পরিচালক তাদের উঠতে না দিয়ে প্রথমে শিক্ষিকার মুখে লাথি মারেন। পরে প্রতিবাদকারী এক ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ঘটনার পর আহত শিক্ষিকা নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত ও ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন।

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’