হোম > সারা দেশ > খুলনা

তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

তালা ও পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরিজুল মোড়ল তালার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আরিজুল মোড়ল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। নিহতের শরীরে ও মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। 

কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও তালা পাটকেলঘাটা সদর সার্কেল হ‌ুমায়ূন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলামত উদ্ধারের চেষ্টা চলছে। আজ দুপুর পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার