হোম > সারা দেশ > যশোর

টায়ার পুড়িয়ে তেল তৈরি, ২ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের মনিরামপুরে খোলা মাঠে কারখানা স্থাপন করে টায়ার পুড়িয়ে তেল (একধরনের জ্বালানি তেল) তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম ও বৈদ্যনাথ কুমার। তাঁরা বরিশাল ও রংপুর অঞ্চল থেকে এসে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবিদাসপুরে কাটাখাল এলাকায় এই কারখানা স্থাপন করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,তিন-চার বছর ধরে ফসলি জমি দখলে নিয়ে টেকওয়েস্ট ও আকন্দ ট্রেডার্স নামে পাশাপাশি দুটি কারখানা স্থাপন করে প্রকাশ্যে টায়ার পুড়িয়ে তেল তৈরির কাজ চালাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিল মাঠের ফসল। দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, কারখানা দুটির অবস্থান পাশাপাশি। এদের মধ্যে একটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। খোলা পরিবেশে অত্যন্ত অরক্ষিত অবস্থায় প্রতিষ্ঠান দুটি টায়ার পুরিয়ে একধরনের তেল তৈরি করে। টায়ার পোড়ানোর ফলে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া টায়ারের ছাই আশপাশের গাছ ও ফসলের ক্ষতি করছে। 

এসিল্যান্ড আলী হাসান আরও বলেন, প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছাড়পত্র না থাকায় আকন্দ ট্রেডার্সের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা