হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টর উল্টে নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাসান আলী (১৩) নামে চালকের এক সহকারী নিহত হয়েছে। আজ সোমবার সকালে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সহকারী হাসান আলী জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে মাটিভর্তি করে ভিভিএম ইটভাটায় নিচ্ছিল একটি ট্রাক্টর। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্তের ইটভাটাসংলগ্ন আমবাগানের নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সহকারী হাসান। 

এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান জানান, ট্রাক্টরটি চালাচ্ছিল সহকারী হাসান আলী। চালক ফারদিন হোসেন ট্রাক্টরের পাশে বসে ছিলেন। ঘটনার পর চালক ফারদিন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার