হোম > সারা দেশ > নড়াইল

কালিয়ায় পূর্বশত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় পূর্বশত্রুতার জেরে নিলয় মোল্লা (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা তামিম খান নামের আরেক কিশোর আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নিলয় মোল্লা কালিয়া উপজেলার টোনা গ্রামের বাসিন্দা ও পুলিশের সাবেক সদস্য সুলতান আহমেদ মোল্লা ছেলে। সে স্থানীয় টোনা আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। 

নিলয় মোল্লা নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কালিয়া উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শনিবার নিলয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিলয় ও তামিমসহ কয়েকজন পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে গতকাল রাতে ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে ২০-২৫ জনের একটি দল তাদের পথ আটকে নিলয় ও তামিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন। 

জখম হওয়া তামিম জানায়, টোনা গ্রামের এক মেয়েকে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী ব্রাহ্মণপাটনা গ্রামের এক কিশোর। নিলয় মোল্লা এ ঘটনার প্রতিবাদ করায় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ওই কিশোরকে চড় দেয় নিলয়। পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। 

তামিম বলে, ‘পূর্বশত্রুতার জের ধরে গতকাল রাতে মাহফিল থেকে ফেরার পথে ওই কিশোর বিড়ি খাওয়ার কথা বলে আমাকে ও নিলয়কে ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। বাঁচার জন্য চিৎকার করলে মাহফিলের লোকজন ছুটে এসে আমাদের উদ্ধার করেন।’ 

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পার্থ প্রতিম বিশ্বাস বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই নিলয়ের মৃত্যু হয়। তামিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

ঘটনার পর থেকে অভিযোগ ওঠা কিশোর পলাতক রয়েছে। তার মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার