খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা চলছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে সভাটি শুরু হয়। কুয়েট উপাচার্য মোহাম্মদ মাছুদ সভায় সভাপতিত্ব করছেন। সভাকে কেন্দ্র করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাঁরা উপাচার্যের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছেন।
এদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনা নাগরিক সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়।
এ ছাড়া কুয়েট উপাচার্যের পদত্যাগ ও শিক্ষার্থীদের এক দফার সমর্থনে সকাল ১০টার দিকে শিববাড়ী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দ্য রেড জুলাই নামের একটি সংগঠন।