হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে মিলন হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে। 

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে জামালপুর কান্দিপাড়া গ্রামের মিলন হোসেনের (২৮) সঙ্গে জমি নিয়ে সৎভাই ফামিদ হোসেনের বিরোধ চলে আসছিল। এই জেরে ২০২১ সালের ১১ এপ্রিল সৎভাই ফামিদ সকালে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন হোসেন তাঁর হাতে থাকা গোশত কাটা দাড়াশী দিয়ে পেছন থেকে কুপিয়ে হত্যা করেন। 

এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে মিলন হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আসামি মিলন হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক