হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে মিলন হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে। 

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে জামালপুর কান্দিপাড়া গ্রামের মিলন হোসেনের (২৮) সঙ্গে জমি নিয়ে সৎভাই ফামিদ হোসেনের বিরোধ চলে আসছিল। এই জেরে ২০২১ সালের ১১ এপ্রিল সৎভাই ফামিদ সকালে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন হোসেন তাঁর হাতে থাকা গোশত কাটা দাড়াশী দিয়ে পেছন থেকে কুপিয়ে হত্যা করেন। 

এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে মিলন হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আসামি মিলন হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার