হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে ৭০০ লিটার তেল জব্দ, জরিমানা ১৫ হাজার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার বড় জামে মসজিদ গলির বাদশা স্টোরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

তেল মজুত করার অপরাধে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল মাইকিং করে উপস্থিত জনতার নিকট ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। 

জানা গেছে, তেল মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদশা স্টোরের গুদামে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুদাম থেকে পূর্বে ক্রয়কৃত প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়। তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল বড় মসজিদ গলি এলাকার জনসাধারণের মাঝে প্রচারের মাধ্যমে ১৬০ টাকা লিটার বিক্রি করা হয়। 

এ তথ্য নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা স্টোরের গুদাম থেকে ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল ১৬০ টাকা লিটার দরে উপস্থিত জনগণের কাছে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার