হোম > সারা দেশ > বাগেরহাট

জলবায়ু বিপর্যয় থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষার দাবিতে গণ অবস্থান কর্মসূচি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

জলবায়ু বিপর্যয় থেকে সুন্দরবন ও উপকূল এবং পরিবেশ উন্নয়নের দাবিতে আজ বুধবার দিনব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সুন্দরবনের ঢাংমারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে সুন্দরবন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য লাঠিখেলা, গাজীর গান, বনবিবি নাটক, পট গানসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তির সূত্র থেকে জানা যায়, গণ অবস্থান কর্মসূচির উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক শরীফ জামিল। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর জাতীয় পরিষদ সদস্য, পশুর রিভার ওয়াটারকিপার মো. নুর আলম শেখ। 

প্রধান অতিথির বক্তৃতায় বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, 'বেপরোয়া শিল্পায়ন, অধিক মাত্রায় ফসিল ফুয়েলের ব্যবহার ও প্রাণ-প্রকৃতি বিরোধী উন্নয়ন কর্মকাণ্ড ফলে সুন্দরবন আজ বিপন্ন এবং উপকূল বিধ্বস্ত। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ঝুঁকির মধ্যে রয়েছে। পৃথিবী উষ্ণায়নের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড'র নিচে রাখতে হবে। বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) সফল না হলে পৃথিবীকে বাঁচানো যাবে না।' তিনি জলবায়ুর বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষা, পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনার দাবি জানান। 

গণ অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব বাপা নেতা দেওয়ান নুরতাজ আলম, ইউপি সদস্য ফিরোজ আলম খান, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা কমলা সরকার, মোল্লা আল মামুন, আবদুর রসিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার স্বেচ্ছাসেবক শেখ রাসেল প্রমুখ। 

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত