হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে বিল থেকে নারীর লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

নারীর লাশ উদ্ধারের খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে তাছলিমা বেগম (৪৮) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদবিল গ্রামের একটি বিল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তাছলিমা চুয়াডাঙ্গার ছাগল ফার্মপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাছলিমা দুই দিন আগে চুয়াডাঙ্গা থেকে চাঁদবিল গ্রামে বাবার বাড়ি বেড়াতে যান। গতকাল বুধবার দুপুর থেকে তাঁর সন্ধান না পেয়ে ছেলে রনি মেহেরপুর সদর থানাকে বিষয়টি অবহিত করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন বিলের কচুরিপানার ভেতরে কিছু একটা দেখতে পান। পরে এটি তাছলিমার লাশ বলে শনাক্ত করা হয়।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। হত্যাকাণ্ড হয়ে থাকলে দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিহতের ছেলে রনি বলেন, দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে বিবাদ চলছিল। এটি হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার