হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ধর্ষণচেষ্টার মামলায় ১ জনের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় শিশু ধর্ষণচেষ্টার মামলায় নেছার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এ রায় দেন। একই সঙ্গে আদালত তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত নেছার আলী কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের মৃত মালেক সরদারের পুত্র।  

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কলারোয়ার ইলিশপুরের ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে নেছার আলী। এ সময় শিশুটি চিৎকার দিলে নেছার আলী তাকে ভয়ভীতি দেখিয়ে হাতে ২ টাকা দিয়ে ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে। শিশুটি বাড়ি ফিরে তার মা–বাবা জানায়। পরে থানায় মামলা দায়ের করা হয়। 

পুলিশের তদন্তেও এ ঘটনার সত্যতা মেলে। মামলার নথি ও সাতজনের সাক্ষ্য শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজ (বৃহস্পতিবার) একমাত্র আসামি নেছার আলীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে আসামি পক্ষের ছিলেন অ্যাডভোকেট মিলন হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি জহুরুল হায়দার বাবু।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক