হোম > সারা দেশ > কুষ্টিয়া

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ যানজট

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রাজধানী পরিবহন ও অনিক সুপার ডিলাক্স নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর গড়াই সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। বাস দুটির সামনের অংশ ভেঙে ধুমড়েমুচড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

অপরদিকে সংঘর্ষের ঘটনায় সড়কের উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। বাস দুটিকে উদ্ধার ও যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে ও কুমারখালী থানা-পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী পরিবহন ঢাকা থেকে কুষ্টিয়া এবং অনিক সুপার ডিলাক্স কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর গড়াই সেতুর ওপর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিন দেখা যায়, গড়াই সেতুর পশ্চিম দিকে লাইনীপাড়া পর্যন্ত দুই কিলোমিটার এবং পূর্বদিকে আলাউদ্দিননগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত চলাচলকারী। যানজট নিরসন ও বাস দুটি উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও থানা-পুলিশ। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। 

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হতাহতের খবর নেই। তবে যানজট সৃষ্টি হয়েছে। চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। 

 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার