হোম > সারা দেশ > কুষ্টিয়া

মহিষ গোসল করাতে গিয়ে পালকের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মহিষ গোসল করাতে গিয়ে পানিতে ডুবে ঠান্টু বিশ্বাস (৩৫) নামের এক মহিষ পালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৯ নম্বর চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঠান্টু বিশ্বাস ওই গ্রামের মৃত ঝড়ো বিশ্বাসের ছেলে। 

এলাকাবাসী বলছে, ঠান্টু বিশ্বাস পেশায় গাড়োয়ান। তাঁর একটি গাড়ি ও দুইটা মহিষ আছে। শনিবার সকালে তিনি জঙ্গলী গ্রামের মরা কালী নদীতে খনন করা এক পুকুরে মহিষগুলোকে গোসল করাতে যান। পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা, হচ্ছে তীব্র গরমে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর শাহিন আলী বলেন, ‘ঠান্টু সকালে কালী নদীতে খনন করা একটি পুকুরে মহিষ গোসল করাতে গিয়েছিল। পরে পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।’ 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘মহিষকে গোসল করাতে গিয়ে এক পালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পুলিশকে জানায়। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। কারও পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার