হোম > সারা দেশ > খুলনা

খুবিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী ষষ্ঠ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং সম্মেলন 

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমির যৌথ উদ্যোগে আগামী দুদিনব্যাপী (শনিবার ও রোববার) ‘সিক্সথ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স-২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট ৫১ জন একাডেমিক, গবেষক, এবং প্রথিতযশা সাংবাদিক উপস্থিত থাকবেন। 

আগামীকাল শনিবার সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হবে। 

এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য-‘কনস্ট্রাকটিভ জার্নালিজম: মিডিয়াস সার্চ ফর সলিউশন’। কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) হলো যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক শিক্ষকদের একটি অলাভজনক সংগঠন। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিজেইএনের নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এবার সম্মেলনের ষষ্ঠ আসরটি অনুষ্ঠিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। 

এবারের সম্মেলনের মুখ্য আলোচ্য বিষয় ‘কনস্ট্রাকটিভ জার্নালিজম’। সাংবাদিকতার এই নতুন ধারণাটি নেতিবাচক বিষয়ের ওপর গণমাধ্যমের অতি গুরুত্ব আরোপ করাকে নিরুৎসাহিত করে এবং একই সঙ্গে সমস্যার থেকে সমাধানের দিকে বেশি নজর দেয়। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও সাংবাদিকবৃন্দ সাংবাদিকতার এই নতুন ধারণাটি কেন্দ্র করে গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। 

এ বিষয়ে জানতে চাইলে এই সম্মেলনের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আবুসাঈদ খান বলেন, ‘কনস্ট্রাকটিভ জার্নালিজম-এটি যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের একটি নতুন ধারণা। এই সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক এবং স্বনামধন্য সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে এই নতুন ধারণাটি চর্চা ও আলোচনা করব। আমি আশা করি যে, এই আলোচনার মধ্যে দিয়ে এমন কিছু উঠে আসবে যা যোগাযোগ ও সাংবাদিকতার বিভিন্ন খাতকে সমৃদ্ধ করবে।’ 

ডয়চে ভেলে একাডেমি-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ফাহমিম ফেরদৌস বলেন, ‘খুলনায় এই সিক্সথ সিজেইএন নেটওয়ার্কিং কনফারেন্সের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আমাদের প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া এসেলবর্ন এর পক্ষ থেকে সারা দেশের সাংবাদিকতার শিক্ষক, গবেষক ও সাংবাদিকদের এই সম্মেলনে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।’ 

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার