হোম > সারা দেশ > খুলনা

খুবিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী ষষ্ঠ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং সম্মেলন 

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমির যৌথ উদ্যোগে আগামী দুদিনব্যাপী (শনিবার ও রোববার) ‘সিক্সথ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স-২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট ৫১ জন একাডেমিক, গবেষক, এবং প্রথিতযশা সাংবাদিক উপস্থিত থাকবেন। 

আগামীকাল শনিবার সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হবে। 

এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য-‘কনস্ট্রাকটিভ জার্নালিজম: মিডিয়াস সার্চ ফর সলিউশন’। কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) হলো যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক শিক্ষকদের একটি অলাভজনক সংগঠন। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিজেইএনের নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এবার সম্মেলনের ষষ্ঠ আসরটি অনুষ্ঠিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। 

এবারের সম্মেলনের মুখ্য আলোচ্য বিষয় ‘কনস্ট্রাকটিভ জার্নালিজম’। সাংবাদিকতার এই নতুন ধারণাটি নেতিবাচক বিষয়ের ওপর গণমাধ্যমের অতি গুরুত্ব আরোপ করাকে নিরুৎসাহিত করে এবং একই সঙ্গে সমস্যার থেকে সমাধানের দিকে বেশি নজর দেয়। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও সাংবাদিকবৃন্দ সাংবাদিকতার এই নতুন ধারণাটি কেন্দ্র করে গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। 

এ বিষয়ে জানতে চাইলে এই সম্মেলনের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আবুসাঈদ খান বলেন, ‘কনস্ট্রাকটিভ জার্নালিজম-এটি যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের একটি নতুন ধারণা। এই সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক এবং স্বনামধন্য সাংবাদিকবৃন্দ একত্রিত হয়ে এই নতুন ধারণাটি চর্চা ও আলোচনা করব। আমি আশা করি যে, এই আলোচনার মধ্যে দিয়ে এমন কিছু উঠে আসবে যা যোগাযোগ ও সাংবাদিকতার বিভিন্ন খাতকে সমৃদ্ধ করবে।’ 

ডয়চে ভেলে একাডেমি-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ফাহমিম ফেরদৌস বলেন, ‘খুলনায় এই সিক্সথ সিজেইএন নেটওয়ার্কিং কনফারেন্সের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আমাদের প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া এসেলবর্ন এর পক্ষ থেকে সারা দেশের সাংবাদিকতার শিক্ষক, গবেষক ও সাংবাদিকদের এই সম্মেলনে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।’ 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা