হোম > সারা দেশ > খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা মালামালসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে বটিয়াঘাটা থানার পুলিশ। শুক্রবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ সাবেক এক ইউপি সদস্যের মিলের ভেতর থেকে চুরির মালামাল উদ্ধার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন বটিয়াঘাটা উপজেলার শান্তিনগর এলাকার মিরাজ হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৬) ও হেতালবুনিয়া এলাকার আব্দুল বারেক গাজীর ছেলে মিজানুর রহমান গাজী (৬৫)। আরেক চোর রবিউল ইসলাম পালিয়ে যান। 

জানা গেছে, শুক্রবার (৭ অক্টোবর) বটিয়াঘাটা বাজারসংলগ্ন সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলামের রাইস মিলের ভেতরে বালুর মাঠ থেকে ৪৫ পিস লোহার পাইপ ও একটি ইঞ্জিনচালিত বোর্ডসহ চোরদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, বটিয়াঘাটা হাট বাটী এলাকার সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলামের মিলের কর্মচারী পালিয়ে যাওয়া রবিউল ইসলামের বিরুদ্ধে চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল বলেন, গোপন সংবাদ পেয়ে থানার পুলিশ নজরুল মেম্বারের মিলের ভেতরে অভিযান চালায়। পরে সেখান থেকে গভীর রাতে লোহার পাইপ, একটি ট্রলারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার