শৈলকুপা (ঝিনাইদহ): ঝিনাইদহের শৈলকুপায় জাল টাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাটফাজিলপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জব্দ করা হয় ১০০০ টাকার ২৯টি জাল নোট।
জানা যায়, শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. সাজ্জাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে এদের আটক করে। আটককৃতরা হলেন—বরিশালের বাবুগঞ্জের আ. সাত্তার (৪৫), ঝালকাঠির সত্তারকান্দার কিবরিয়া (২৮), ঢাকার যাত্রাবাড়ীর মো. রনি (২০), টাঙ্গাইলের এরাগঞ্জের সাদ্দাম হোসেন (৩০) ও ঝালকাঠির পাঞ্জিপুতিপাড়ার সুমন (৩০)।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়। এদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় একাধিক মামলা রয়েছে।