জনবল সংকটে যশোরের ঝিকরগাছা মৎস্য কার্যালয়টি কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। ছয়জন কর্মকর্তা-কর্মচারীর স্থলে কার্যালয়টিতে দুজন কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন কর্মকর্তা সংকট থাকায় কার্যালয়টির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কার্যালয়টির নিজস্ব কোনো স্থাপনা না থাকায় কর্মকর্তা-কর্মচারীদেরও ভোগান্তি পোহাতে হয়।
উপজেলা মৎস্য কার্যালয়ের হিসাব মতে, কার্যালয়টিতে একজন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, কার্যালয় সহকারী ও কার্যালয় সহায়কের একটি করে পদ রয়েছে। এ ছয়টি পদের মধ্যে কার্যালয়টিতে কর্মরত আছেন একজন ক্ষেত্র সহকারী ও কার্যালয় সহায়ক। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে জেলার মণিরামপুরের কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এ দিকে দীর্ঘদিন জনবল সংকট থাকায় কার্যালয়টির সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। উপজেলার কীর্তিপুর গ্রামের মৎস্যচাষি এনামুল হক বলেন, একটি পরামর্শের জন্য একাধিক বার কার্যালয়ে গিয়েও কর্মকর্তার সঙ্গে দেখা হয়নি। কর্মকর্তা না থাকায় মৎস্যচাষিরা ভোগান্তিতে আছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা কৃষিবিদ রিপন কুমার ঘোষ বলেন, আমার মূল পেস্টিং মণিরামপুর কার্যালয়ে। এ কার্যালয়ে কাজের জন্য মাঝে মধ্যে আসি।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কৃষিবিদ আনিছুর রহমান বলেন, জনবল চেয়ে একাধিক বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। জনবল ও নিজস্ব কার্যালয়ের জন্য স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে। শিগগিরই কিছু জনবল পাওয়ার যাবে।