হোম > অপরাধ > খুলনা

কুমারখালীতে প্রকাশ্যে ভ্যানচালককে খুন, ঘাতক আটক

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে জাহিদুল ইসলাম (৩০) নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাহিদুল ইসলাম খোকসার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। 

হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক ওবাইদুর রহমান জুয়েলকে আটক করেছে পুলিশ। ওবাইদুর রহমান কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রতনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১০টা ৪৫ মিনিটে বাসস্ট্যান্ড এলাকায় জাহিদুলের ভ্যানের সঙ্গে জুয়েলের মোটরসাইকেলের হালকা ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা, কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদুল ইসলামের গলায় আঘাত করেন। এতে চালক সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে উপস্থিত জনতারা ঘাতককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে তাঁর কাছে থাকা ছুরি দিয়ে জাহিদুল ইসলামের গলায় আঘাত করেন। এতে জাহিদুল ইসলামের মৃত্যু হয়। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে অজ্ঞাত ভ্যানচালককে খুন করা হয়। ঘটনার পর ঘাতককে আটক করা হয়েছে। 

ওসি আরও বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তবে, জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। 

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১