হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযানে ব্যবসায়ীদের বাধা। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে টাস্ক ফোর্সের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের বাধায় জরিমানা না করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অভিযান না চালানোর দাবি জানান ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার জীবননগর পৌর শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে শহরের একটি কাপড়ের দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় কিছু ভারতীয় পণ্যের ভাউচারে সমস্যা দেখতে পান তিনি। অবৈধভাবে ভারতীয় পণ্য রাখার অপরাধে এসি ল্যান্ড জরিমানা করতে গেলে পাশের দোকানের ব্যবসায়ীরা প্রতিবাদ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শক্ত অবস্থা নিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বাজারের ব্যবসায়ীরা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে জরিমানা না করে চলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঈদের আগে বাজারে অভিযান না চালানোর দাবি জানান।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা আজকের পত্রিকাকে বলেন, ‘এটি মূলত টাস্ক ফোর্সের অভিযান ছিল। বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে ভারতীয় শাড়ি আছে—এমন সঠিক প্রমাণ পাওয়া যায়নি। সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে ব্যবসায়ীরা ইউএনওসহ আমাদের সঙ্গে বসেছিল। সেখানে ঈদের আগে কাপড়ের দোকানে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চলবে। আর বিজিবিকে সীমান্তে চোরাচালান বন্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার