হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গুলি করে যুবককে হত্যা, গুলিবিদ্ধ আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন মো. সাদ্দাম হোসেন (২৯) নামের আরেক যুবক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সাব্বিরের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত সাদ্দাম নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা। তিনি নুর ইসলামের ছেলে।

রাজাপুর ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, ’নিহত সাব্বির ও আহত সাদ্দাম উভয়েই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রুপের সদস্য। ঘটনার সময় তাঁরা কয়েকজন মিলে সোহাগের বাড়িতে অবস্থান করছিলেন।’

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে ব্যাপক গোলাগুলি হয়। এতে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাদ্দামের মাথার পেছনে গুলি লাগে।

স্থানীয় লোকজন আহত সাদ্দামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আশরাফুল আলম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে