হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গুলি করে যুবককে হত্যা, গুলিবিদ্ধ আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন মো. সাদ্দাম হোসেন (২৯) নামের আরেক যুবক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সাব্বিরের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত সাদ্দাম নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা। তিনি নুর ইসলামের ছেলে।

রাজাপুর ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, ’নিহত সাব্বির ও আহত সাদ্দাম উভয়েই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রুপের সদস্য। ঘটনার সময় তাঁরা কয়েকজন মিলে সোহাগের বাড়িতে অবস্থান করছিলেন।’

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে ব্যাপক গোলাগুলি হয়। এতে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাদ্দামের মাথার পেছনে গুলি লাগে।

স্থানীয় লোকজন আহত সাদ্দামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আশরাফুল আলম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার