হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পরদিন নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আঠারখাদা মাথাভাঙ্গা ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

এর আগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন ভাংবাড়িয়া নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে টোকন। 

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া কারিগর পাড়ায় জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দৌড় দেয়। দুজনকে আটক করে পুলিশ। এদিকে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেন ভাংবাড়িয়া নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে টোকন ও কারিগর পাড়ার মৃত সুন্নত আলীর ছেলে নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন নদী পার হয়ে ওপারে গিয়ে উঠলেও দিনভর টোকনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এক দিন পর আজ বৃহস্পতিবার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল আলিম জানান, ভাংবাড়িয়ায় জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদ পেয়ে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। অপর দুজন মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন। একজন নদী থেকে উঠলেও অন্য জন নিখোঁজ ছিল। তাঁকে উদ্ধার করতে ডুবুরি দলকে সংবাদ দেওয়া হলে খুলনা থেকে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার