হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনমজুর

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে মো. সাহাদুল ইসলাম (৫০) নামের এক দিনমজুর দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার কল্যাণপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

দগ্ধ সাহাদুল ইসলাম উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোছা. সুমাইয়া শারমিন। তিনি জানান, আগুনে পুড়ে সাহাদুল ইসলামের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, তীব্র শীতের কারণে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে সাহাদুল ইসলাম দগ্ধ হন। এ সময় অসাবধানবশত তাঁর শরীরের কাপড়ে আগুন ধরে যায়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কাওছার আলী বলেন, ‘তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে আহত হন সাহাদুল ইসলাম। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনি খুবই অসহায়। তাঁর অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আমার পক্ষ থেকে যতটুকু পারি তাঁকে সহযোগিতা করব।’ 

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ‘শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে, এটা শুনে খুবই কষ্ট লাগছে। তাঁর পরিবারের কেউ এলে তাঁকে সহযোগিতা করা হবে।’

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’