হোম > সারা দেশ > নড়াইল

কালিয়ায় নদীতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় মধুমতি নদীতে ডুবে মার্জিয়া (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার যোগানিয়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। 

গতকাল শনিবার বিকেলের দিকে কালিয়া উপজেলার যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতির পাড়ে খেলতে গিয়ে মার্জিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। সে যোগানিয়া গ্রামের কাবুল শেখের মেয়ে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের টিম লিডার শাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সকালে কালিয়া ফায়ার সার্ভিস থেকে খবর দেওয়া হলে আমরা এসে উদ্ধারকাজ শুরু করি। প্রায় এক ঘণ্টা পরে নদীর অপর পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করি।’ 

স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেলের দিকে যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতি নদীর পাড়ে খেলতে গিয়ে শিশু মার্জিয়া নদীতে পড়ে যায়। তার স্বজনেরা খোঁজাখুঁজি করে তাকে পাইনি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে আজ সকালে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদীর অন্য তীরের কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক