হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় আবারও পুলিশের গাড়িতে ককটেল হামলা, গ্রেপ্তার ১ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় আবারও পুলিশের গাড়িতে ককটেল হামলা হয়েছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ এবং একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। 

আজ সোমবার দুপুরে ওই আসামিকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কাশিমনগর বাজারে এ ঘটনা ঘটে। 

 এসব বিষয় নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। 

গ্রেপ্তার ব্যক্তির নাম—জামাত নেতা সুলতান মাহামুদ (৫৫)। তিনি উপজেলার গড়ুইখালী ইউনিয়নের বাঁশখালী গ্রামের সামছুর রহমানের ছেলে। সুলতান ওই মামলার এজাহারভুক্ত আসামি। 

আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল সোহাগ ও মিঠু। 

ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গতকাল রোববার নাশকতা করার জন্য জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা উপজেলার কাশিমনগর এলাকায় পরিকল্পনা করছিল। এ সময় পাইকগাছা থানার নিয়মিত টহল গাড়ি ওই স্থানে পৌঁছালে তাঁরা ককটেলে বিস্ফোরণ ঘটায় ও ইট-পাটকেল ছুড়তে থাকে। 

তিনি আরও জানান, আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ জনকে নামে থানায় মামলা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে বিএনপি-জামায়াত পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই রাতেই থানায় মামলা হয়।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি