হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মামার বিরুদ্ধে

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাটে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফয়সাল শেখ (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে সদর উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়সাল পলাতক। অভিযুক্ত ব্যক্তির মোবাইল ফোনও বন্ধ রয়েছে। গুরুতর অসুস্থ শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফয়সাল শেখের বাড়ি বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকায়। তিনি ওই শিশুর মায়ের মামাতো ভাই।

শিশুটির পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে ৪ বছর ও ৯ বছর বয়সী দুই মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে মুরগির খাবার কিনতে যান তাদের মা ও মামি। সে সুযোগে ফয়সাল ঘরে প্রবেশ করেন। বাজার থেকে আসতে কত সময় লাগবে, জানতে মোবাইল ফোনে কলও দেন তিনি। শিশুটির মা দ্রুত ফিরে দেখেন, ৯ বছর বয়সী মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। গোপনাঙ্গ থেকে ঝরছে রক্ত। দ্রুত স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থা গুরুতর হওয়ায় রাতেই থেকে ভুক্তভোগী শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের সদস্যদের।

প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. শামীম হাসান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। আমরা মনে করছি, তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের কেউ এখনো অভিযোগ করেননি। তবে অভিযুক্তের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ