হোম > সারা দেশ > যশোর

ওকে কি পুজো করব, রিকশাচালককে মারধরের পর আইনজীবী

জাহিদ হাসান, যশোর

যশোরে রিকশাচালককে একজন নারী আইনজীবীর মারধর ও জুতাপেটা করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা নিয়ে যশোরের আইনজীবীরা বিবব্রত কিন্তু এ বিষয়ে কোনো অনুশোচনাবোধ নেই অভিযুক্ত আইনজীবী আরতি রাণী ঘোষের। এ ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ওকে কি পুজো করব?’।

গতকাল রোববার দুপুরে যশোর আদালতের সামনে শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) এ ঘটনা ঘটে। মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সমালোচনার ঝড় ওঠে।

৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কালো গাউন পরা ৫০ বছর বয়সী এক নারী আইনজীবী রিকশাচালকের শার্টের কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাঁকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। জামার কলার ধরে বারবার রিকশাচালককে পৌরসভায় নিয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দেন।

এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী আরতি রানী ঘোষ জানান, তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক পাড় হতে গেলে ওই রিকশাচালক তাঁকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তাঁকে (রিকশাচালক) মারধর করেন। উত্তেজিত হয়ে মারধর করে ফেলেছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন তিনি।

এমন আচরণ করা ঠিক হয়েছে কি না এ প্রশ্নে আরতি রানী বলেন, ‘ওকে কি পুজো করব?’ রিকশাচালককে মেরে তিনি সঠিক কাজ করেছেন বলেও জানান।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা