খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজ রোববার আদালতে আত্মসমর্পণ করেননি। উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁর আত্মসমর্পণের কথা ছিল।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আদালতে হাজির হতে পারেন—এমন সংবাদে আদালতপাড়ায় বিপুলসংখ্যক পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা টহল দেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলামের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি মামলার তথ্য পাওয়া যায়। এ ছাড়া আইনজীবী সমিতির মৃত সদস্যদের টাকা আত্মসাতের ঘটনায় পৃথক মামলা হয়েছে।
এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। গত ২৮ এপ্রিল ওই জামিনের মেয়াদ শেষ হয়। এরপর তাঁর নিম্ন আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। ওই দিন তিনি আদালতে উপস্থিত হননি। এরপর সরকারি ছুটি ও আদালত বন্ধ থাকায় সরকারি কার্যদিবস আজ হাজির না হওয়ায় উচ্চ আদালত থেকে নেওয়া তাঁর জামিন বাতিল হয়ে গেছে।
খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা জানান, আত্মসমর্পণের আগে আদালতে মামলার নথি জমা দিতে হয়। এমন কোনো কাগজ আদালতে জমা পড়েনি। এর আগেও আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। আইনের ভাষায় তিনি পলাতক আসামি।