হোম > সারা দেশ > কুষ্টিয়া

আধিপত্য বিস্তারের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

আধিপত্য বিস্তারের জেরে কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সঞ্জয় কুমার প্রামানিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই জেলা জাতীয় যুবজোটের (জাসদ) ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনকে আটক করেছে পুলিশ। 

আহত সঞ্জয় কুমার প্রামাণিক পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর এলাকার দুলাল চন্দ্র প্রামানিকের ছেলে।

আজ বৃহস্পতিবার হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধসহ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে উদ্ধার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় কর্মকাণ্ড শেষ করে বাড়ি ফিরছিলেন। বাসায় ঢোকার সময় আগে থেকে সেখানে অবস্থান করা ২৫ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত সঞ্জয় প্রামানিককে লক্ষ্য করে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার সময় সঙ্গে থাকা রিপন হোসেন ও শ্যামল সরদার নামে দুই কর্মী বাঁধা দিতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়সহ তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। আহতরা বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামানিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান মাস্টার বলেন, ‘হামলার নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান শোভন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এ পর্যন্ত বহুজনকে জখম করেছে। আগামী দুর্গাপূজা উদ্‌যাপনে মেলার মাঠ দখল নিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালায় এই শোভন ও তার ক্যাডার বাহিনী।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের নেতা সঞ্জয় প্রামানিক এর প্রতিবাদ করে। এই আক্রোশে রাতে সঞ্জয় প্রামাণিককে গুলি করাসহ কুপিয়ে জখম করা হয়েছে। অস্ত্র উদ্ধারসহ সব আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ 
 
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের মাথায় ও পায়ে জখম হয়েছে। তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।’ পরে বলা যাবে বলে জানান তারা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ‘এ ঘটনায় মোস্তাফিজুর রহমান শোভন নামে একজনকে আটক করা হয়েছে। তবে গুলি করার বিষয়টি এখনো নিশ্চিত নয়। শহরে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক