ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আবহাওয়া অধিদপ্তরের ঘোষিত ৭ নম্বর সংকেতের আওতায় রয়েছে খুলনার পাইকগাছা। আজ সোমবার সকাল থেকে উপজেলায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে বাতাসের গতিবেগ। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা রয়েছে।
ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডগুলোতে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার বলা হচ্ছে। দেলুটি ও গড়ুই খালী ইউনিয়নকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সিত্রাং মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে মজুত করা হয়েছে শুকনা খাবার। আশ্রয়কেন্দ্রে যারা আসবেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য কাজ চলছে।