হোম > সারা দেশ > খুলনা

সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের ভাগনেকে পিটিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

শেখ আরিফুজ্জামান রূপম। ছবি: সংগৃহীত

খুলনায় সাবেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে শেখ আরিফুজ্জামান রূপমকে (৩৪) পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি আঞ্জুমান (মসজিদ) রোডের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুরের আঞ্জুমান (মসজিদ) রোডে যৌথ বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান ।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, আজ সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। রূপম আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে একদল লোক তাকে ধরে পিটিয়ে হত্যা করে। যৌথ বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযান চলাকালে ২৭ বোতল ফেনসিডিল ও ৬০টি ইয়াবা জব্দ করা হয়। এর আগে রূপম র‍্যাবের হাতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি, দুই গ্রুপের সংঘর্ষে একজন আহত হয়েছে। পরে তাকে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমরা জানতে পারি তার নাম রূপম। পরে হাসপাতাল থেকে আমাদের কাছে রিপোর্ট দিয়েছে, সে পাবলিকলি অ্যাসল্ট।’

তিনি আরও বলেন, আরিফুজ্জামান রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদকসহ তিনটি মামলা রয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রূপমের মরদেহ ময়নাতদন্তের কাজ চলছিল। ময়নাতদন্ত শেষে রূপমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নির্বাচনী প্রচারে গিয়ে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

খুলনায় গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক