হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে অপহৃত স্কুলছাত্রীকে শরীয়তপুর থেকে উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৪) প্রায় দুই বছর পর শরীয়তপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণের অভিযোগে হীরক মোড়লকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শরিয়তপুরের জাজিরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হীরক মোড়লের। একপর্যায়ে হীরক মোড়ল বিয়ের জন্য কিশোরীর পরিবারে প্রস্তাব দেয়। মেয়েটি নাবালিকা হওয়ায় পরিবার প্রস্তাবে রাজি হয়নি। এতে হীরক মোড়ল ক্ষিপ্ত হয়।

২০২১ সালের ৫ মে সকালে পানি আনার জন্য বাড়ি থেকে বের হলে পথিমধ্যে হীরক মোড়ল ও তার সহযোগীরা কিশোরীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে ভুক্তোভুগির বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে পাননি। এক পর্যায় তিনি বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। ঘটনাটি র‍্যাব-৬ এ অবগত হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে একটি অভিযানকারী দল তদন্ত শুরু করে। 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ (সদর কোম্পানি) এবং র‍্যাব-৮ (সিপিসি-৩) গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে হীরক মোড়ল শরিয়তপুরের জাজিরা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানকারী দলটি গতকাল বৃহস্পতিবার শরিয়তপুরের জাজিরা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. হীরক মোড়লকে (২৩) গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবক আট্টাকী গ্রামের বাসিন্দা। এ সময় অপহৃত নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব কর্তৃক আসামি হীরক মোড়লকে মডেল থানায় হস্তান্তর করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত