হোম > সারা দেশ > খুলনা

নোয়াখালীতে নারীর জুতায় মিলল ১১০০ ইয়াবা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে সংসার খাতু (৪০) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে একজোড়া স্যান্ডেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি নরমাল মোবাইল ও একটি বাসের টিকিট জব্দ করা হয়। জব্দকৃত স্যান্ডেলের (জুতা) ভেতর থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১০০ ইয়াবা।

আজ শুক্রবার দুপুরে আটক নারীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে নোয়াখালীর এক ব্যক্তিকে, যিনি এই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ পুলিশের।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট বড়পোল এলাকার এশিয়া হোন্ডা সার্ভিসিং সেন্টার অ্যান্ড পার্সের সামনে চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।

আটক সংসার খাতু কক্সবাজারের টেকনাফ উপজেলার সীলবনিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তিনি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন।

জানা গেছে, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়পোল এলাকায় চেকপোস্ট বসায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চেকপোস্টে কক্সবাজার থেকে ফেনী হয়ে আসা বাধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতি রোধ করা হয়।

পরে বাসটিতে তল্লাশি চালালে সংসার খাতুর কথাবার্তা ও আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে তাঁকে জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে এক জোড়া নতুন স্যান্ডেল জব্দ করা হয় এবং সেগুলো থেকে বিশেষ কায়দায় কক্সবাজার থেকে আনা প্রতিটি স্যান্ডেল থেকে ৫৫০ পিস করে ১১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক নারী একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা