হোম > সারা দেশ > যশোর

ধর্ষণ মামলায় কৃষক দলের নেতা কারাগারে, দলীয় পদ স্থগিত

­যশোর প্রতিনিধি

জসিম উদ্দীন। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল পৌরসভা কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ধর্ষণ মামলায় কারাগারে যাওয়ায় জসিমের সাংগঠনিক পদ স্থগিত করেছে কৃষক দল। আজ মঙ্গলবার সংগঠনের যশোর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৫ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের মামলা করেন যশোর পৌরসভার এক নারী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জসিমের সঙ্গে ওই নারীর পাঁচ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তা বন্ধুত্বে গড়ায়। কয়েক দিনের মধ্যেই জসিম তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর তাঁদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। পরবর্তী সময়ে জসিম ওই বিয়েতে অস্বীকৃতি জানান।

যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনের পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বহিষ্কার করা হবে।’

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার