হোম > সারা দেশ > খুলনা

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুবি শিক্ষক সমিতির মানববন্ধন

খুবি প্রতিনিধি

ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে হাদী চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও সহসভাপতি তরুণ কান্তি বোসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. ইয়াছিন আলী, অধ্যাপক ড. মো. রায়হান আলী, অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দ, সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবীর ও সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বর্বরোচিত এই হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।’

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১