হোম > সারা দেশ > যশোর

যশোরের শার্শায় ১৪টি সোনার বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের শার্শায় এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে উপজেলার পাঁচ ভুলাট সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে।

বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাঁচ ভুলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় একজন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি ইছামতী নদীতে ঝাঁপ দিলে তাঁর কাছে থাকা একটি পোঁটলা পড়ে যায়। পোঁটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে এর মধ্যে ১৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার