হোম > সারা দেশ > যশোর

যশোরের শার্শায় ১৪টি সোনার বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের শার্শায় এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে উপজেলার পাঁচ ভুলাট সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে।

বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাঁচ ভুলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় একজন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি ইছামতী নদীতে ঝাঁপ দিলে তাঁর কাছে থাকা একটি পোঁটলা পড়ে যায়। পোঁটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে এর মধ্যে ১৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা