হোম > সারা দেশ > মেহেরপুর

কোন মাঠে কীভাবে খেলাতে হবে প্রধানমন্ত্রীই ভালো জানেন: ডেপুটি স্পিকার টুকু

মেহেরপুর প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘কোন মাঠে কাকে দিয়ে কীভাবে খেলাতে হবে সেটি প্রধানমন্ত্রীই ভালো জানেন। তিনিই আমাদের সর্বাধিনায়ক। তাঁর ওপরেই আস্থা রাখতে হবে। কোনো রকম আস্ফালন নয়, প্রত্যেকের আমলনামা শেখ হাসিনার হাতে। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’ 

আজ শনিবার দুপুরে সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শামসুল হক টুকু বলেন, ‘যে নেতা-কর্মীর আমলনামা ও কর্ম এক না থাকে না—তাঁদের একদিন জনগণের হাতে ধরা পড়তেই হবে। শেখ হাসিনার ওপরে আস্থা রাখতে না পারলে কেউ কখনই নেতা হতে পারবেন না। যারা রেখেছেন তাঁরা কখনই নিগৃহীত হননি। যেমন আমি আগে থেকে জানতাম না ডেপুটি স্পিকার হতে যাচ্ছি, জনপ্রশাসন প্রতিমন্ত্রীও জানতেন না।’ 

শেখ হাসিনা যা হারিয়েছেন অন্য কেউ তা হারাননি উল্লেখ করে টুকু বলেন, ‘তাঁর আর কোনো কিছু পাওয়ার নেই। তাঁরা দুই বোন ইচ্ছে করলেই বিদেশে থেকে যেতে পারতেন। কিন্তু তাঁরা তা করেননি। বাঙালি জাতির কাছে তিনি শুধুই দিতেই এসেছেন। বঙ্গবন্ধুর লক্ষ্য আদর্শ বাস্তবায়ন আর একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ঝুঁকি নিয়ে দেশে অবস্থান করছেন। তাই সে লক্ষ্য বাস্তবায়নে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থকাতে হবে। সামনে আরও কঠিন সময় আসছে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধশীল স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-২ আসনে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি