হোম > সারা দেশ > কুষ্টিয়া

ফোনে কথা বলার সময় সাপের কামড়ে নিহত যুবক

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় সাপের কামড়ে মতিয়ার রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে কয়েকঘণ্টা কবিরাজের কাছে বৃথা চিকিৎসা দেওয়া হয়। 

নিহত মতিয়ার রহমান উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত এস এম আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। 

নিহতের পরিবার ও পুলিশ বলছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মতিয়ার পাশের বাড়ির হায়দার আলীর পুকুর পাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁর পায়ে সাপে কামড় দিলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ছুটে এসে মতিয়ারকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচাতো ভাই জাকিরুল ইসলাম বলেন, ‘মতিয়ার রাতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এ সময় তাঁর পায়ে হঠাৎ কিছু একটা পোকা-কামড় দেয়। কামড়ে সে চিৎকার শুরু করলে আমরা ছুটে যাই। প্রথমে তাঁকে স্থানীয় কবিরাজ বাড়ি নিয়ে বাঁচানোর চেষ্টা করি। সেখানে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সাপের কামড়ে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’