হোম > সারা দেশ > খুলনা

প্রকাশ্যে গুলি ছুড়ে ৫০ হাজার টাকা লুটে নিল কিশোর গ্যাং

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে গুলি ছুড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্ধলক্ষাধিক টাকা লুটে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা ৮-৯ জন কিশোর গ্যাং সদস্য মোটরসাইকেলে হেলমেট পরে এসে মো. সোহাগ ইসলাম (৪২) নামের একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে এই লুট করে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সকাল সাড়ে ১০টায় তেঁতুলতলা এলাকায় হুজাইফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সোহাগ দোকানে থাকা অবস্থায় ৮-৯ জনের একটি কিশোর গ্যাংয়ের সদস্য মোটরসাইকেলে এসে হামলা চালায়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে একজন সোহাগের গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। তখন সোহাগ তাকে ধাক্কা দিলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় দোকানের সামনে উপস্থিত কর্মচারী তেঁতুলতলা এলাকার আরশাদ আলী সরদারের ছেলে মো. গোলাম রসুল এগিয়ে এলে তাঁর পায়ে গুলি করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা গুলি ছোড়ে। তিনি তাৎক্ষণিক পা সরিয়ে নিলে গুলি রাস্তায় গিয়ে পড়ে। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা দোকানের ক্যাশ থেকে অর্ধলক্ষাধিক টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, এখনো কোনো অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও