হোম > সারা দেশ > কুষ্টিয়া

১৬ দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে ইবির কর্মকর্তারা

ইবি প্রতিনিধি

পোষ্য কোটায় ভর্তির শর্ত শিথিল করাসহ ১৬ দফা দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। তবে, কর্মবিরতিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সনদ উত্তোলন, চিকিৎসা ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা অব্যাহত থাকবে। 

এদিকে আজ (রোববার) উপাচার্যের বাংলোয় বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করতে গেলে আন্দোলনকারীরা তাদের নিয়ে আসেন এবং দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন ধরনের সাহায্য–সহযোগিতা না করার ঘোষণা দেন। এর আগে একই দাবিতে জুলাই মাসেও টানা ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা করে কর্মকর্তারা। 

দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীদের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে। 

এ বিষয়ে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’  

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সিন্ডিকেটের ব্যাপারে উপাচার্যর বাংলোয় গিয়েছিলাম। কিন্তু সামনে থেকে কর্মকর্তারা সিন্ডিকেটের কার্যক্রম করতে নিষেধ করেছে ও আমাকে নিয়ে আসছে।’ 

সহ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাবি দাওয়ার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামীতেও হবে। আশা করি, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার