হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, দুই ফায়ার ফাইটার আহত

ঝিনাইদহ প্রতিনিধি

আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কালীগঞ্জে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।

একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তাদের ৫ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পুড়ে যায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সব মালপত্র। ওই সময় আগুন নেভাতে গিয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ও ইব্রাহিম হোসেনের মুখের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। পরে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ জানান, রাতে সাকোর বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে আগুনের সূত্রপাত হয়। ব্যারেলে পেট্রল ও অকটেন মজুত থাকায় মুহূর্তে তা দোকানে ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর, যশোর সেনানিবাস স্টেশনসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. আলী সাজ্জাদ আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তেল স্থানান্তরের সময় বৈদ্যুতিক সুইচের স্পার্কিং থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন নেভাতে গিয়ে দুজন ফায়ার ফাইটার আহত হলে তাঁদের সঙ্গে সঙ্গেই যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা