হোম > সারা দেশ > যশোর

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। তাঁরা তিনজনই বন্ধু ছিলেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল থেকে যশোরের দিকে যাওয়ার পথে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার গাজীপাড়া সদর ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে গোলাম ফারুক (৩৪) ও যশোর সদর ইউনিয়নের ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে সোহেল রানা (৩৫)।

আহত হয়েছেন মনিরামপুর উপজেলার নেহালপুর খাড়ুখালী গ্রামের জয়দেব কুমারের ছেলে রাজকুমার রায় রাজন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তিন বন্ধু মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে শার্শা বাজার ভূমি অফিসের সামনে পথের পাশে থাকা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মোটরসাইকেলের সামনে চলে আসেন। পরে তাঁকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন। বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা গোলাম ফারুক ও রাজকুমার রায় রাজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’