হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তের আগুন 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে উপকেন্দ্রের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে। তবে থানা প্রশাসন বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টা করা হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার দক্ষিণ সলুয়া-রামনাথপুরে গ্রামের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-১ এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া-রামনাথপুরে গ্রামের কয়রা পাইকগাছা সড়কের পাশে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র-১ এর অবস্থান। আজ (বুধবার) ভোর ৬টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমারে হঠাৎ ধোঁয়া দেখতে পায় কেন্দ্রের পাহারাদার সিদ্দিকুর রহমান ও অশোক কুমার সাহা।

এ সময় তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে পাওয়ার ট্রান্সফরমারের তেমন কোন ক্ষতি হয়নি। খবর পেয়ে পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান তালুকদার, এজিএম রফিকুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমানসহ কপিলমুনি পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিসের ইনচার্জ চঞ্চল কুমার সরকার ঘটনাস্থলে আসেন।

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি–সার্কেল) সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ও হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রে নাশকতার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তদন্ত চলছে ঘটনার তথ্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক