হোম > সারা দেশ > খুলনা

আর্ককেইউ-ট্রান্সটেক বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেলেন খুবির ৩ শিক্ষার্থী

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আর্ককেইউ-ট্রান্সটেক বেস্ট থিসিস অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের তিন শিক্ষার্থী। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের তৃতীয় তলায় স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলনকক্ষ উঠানে আর্ককেইউ টিচার-স্টুডেন্ট ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রাব্বিউল হাসান মাসুমকে ৫০ হাজার টাকার চেক ও সনদপত্র, আমিনা তাবাস্সুম প্রমাকে ৪০ হাজার টাকার চেক ও সনদপত্র এবং মাহি সুলতানাকে ৩০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়া ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী ইমন কুমার সাহা ও তাবিহা তাবাস্সুমকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ১২ মাস পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির সঙ্গে ইউনিভার্সিটির এ ধরনের কোলাবরেশন উৎসাহব্যঞ্জক। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে।’ এ সময় অ্যাওয়ার্ড ও স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডকেও আন্তরিক ধন্যবাদ জানান। 

স্থাপত্য ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের হেড অব মার্কেটিং এ এম এম ফজলুর রশিদ। সূচনা বক্তব্য দেন শিক্ষার্থীদের সেশনাল কো-অর্ডিনেটর ও ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন। অ্যাওয়ার্ড ও স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এ টি এম মাসুদ রেজা। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এর আগে বিকেল থেকে আর্ককেইউ টিচার-স্টুডেন্ট ডে উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকেরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যার কথা শোনেন এবং তার উত্তর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার